সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! বজ্রপাত সহ বৃষ্টি দক্ষিণের ৯ জেলায়, আজকের আবহাওয়া

Published on:

Weather Today Heavy Rain in Coastal Areas due to Low Pressure Zone

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গ্রীষ্মের মাঝে যেন ‘মিনি বর্ষা’র সিজেন চলছে। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া (Weather Today)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হতে চলেছে আজ। যার ফলে দক্ষিণের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ ও কাল।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দক্ষিণের জেলাগুলিতে ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে। একইসাথে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের মত উত্তরের জেলাগুলোতেও ঝোড়ো হওয়ার সাথে বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে হওয়া চলবে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এর সাথে বজ্রপাতও হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবারেও আবহাওয়ার খুব একটা উন্নতি নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়া জেলায় ৪০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার এতে বজ্রপাত ও বৃষ্টির সম্ভবনা থাকছে। তবে উত্তরবঙ্গে সেভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group