শীতের জারিজুরি শেষ, দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা! বাংলার একাধিক জেলায় বৃষ্টি

Published on:

south bengal weather rain forecasting

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরে শীতের চমক না দিয়ে জানুয়ারিতে ভরপুর মিলেছে শীতের আমেজ। কনকনে ঠান্ডায় থরথরিয়ে কাঁপছে দক্ষিণবঙ্গ (South Bengal)। কলকাতাতেও জাঁকিয়ে শীতের আমেজ। কুয়াশায় ঢেকেছে গোটা রাজ্য। হাওয়া অফিস জানিয়েছে, এখনই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এই হাড়হিম ঠান্ডা কতদিন স্থায়ী থাকবে, তা নিয়ে এবার বড় আপডেট দিল হাওয়া অফিস।

WhatsApp Community Join Now

জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া, আর এর বদলে বাড়বে পূবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প। যার কারণে সপ্তাহের শুরুতে জমিতে ঠান্ডা পড়লেও উইকেন্ডে ফের বাড়বে উষ্ণতা। অন্যদিকে জেটস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। তাই আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে কলকাতা-সহ একাধিক জেলায়। স্বাভাবিকের ওপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। জমিয়ে উপভোগ করা যাবে শীতের আমেজ। আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দৃশ্যমানতা কমে আসতে পারে ২০০ মিটারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশ থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজও দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে অবশ্য তাপমাত্রা শুকনো থাকবে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে উত্তরের প্রায় সব জেলাতেই কমতে পারে দৃশ্যমানতা। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। এবং সিকিমেও ব্যাপক তুষারপাতের সম্ভাবনা।

সঙ্গে থাকুন ➥
X