প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাব কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। তবে এখনই বৃষ্টি দুর্যোগ পুরোপুরি কমবে না, তার কারণ নেপথ্যে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যার দাপটে রাজ্যের সর্বত্র জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে। আগামীকাল জন্মাষ্টমীর দিনও বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তবে পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতাও জারি করা হচ্ছে না।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, কোটা, জব্বলপুর, রায়পুর থেকে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধপ্রদেশ উপকূল হয়ে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আগামী বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল অর্থাৎ শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , হুগলি, বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলেই আশা করা যাচ্ছে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: হাজার, ১২০০ নয়! বিজেপি জিতলে মাসে ৫০০০ টাকা ভাতার ঘোষণা শুভেন্দুর
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ খানিক কমলেও উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরেই ব্যাপক বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। তবে আজ থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে রবিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী সোমবার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |