প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই আবহাওয়ার (Weather Update) চিত্রটা যেন একই রকম হয়ে আসছে। সকাল থেকে আকাশের মুখভার। এবং বেলা বাড়তেই ভ্যাপসা গরমের দাপটে জেরবার আট থেকে আশি। বিকেল হলেই ঝড় বৃষ্টির আমেজ অনেকটাই নিয়ন্ত্রণ করছে আবহাওয়া। কিন্তু তীব্র দাবদাহের দাপট কমলেও পুরোপুরি গরম কমছে না রাজ্যে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও।
এদিকে ঘূর্ণিঝড়ের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আগামী ২৭ মে, মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এবং পরবর্তী দুই দিনে আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। তবে এই নিম্নচাপটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে অনুমান। তবে শক্তি বাড়ানোর পরে সেটি বঙ্গোপসাগর উপকূলের কোন দিকে যাবে, সেব্যাপারে এখনও কিছু বলা হয়নি। কিন্তু এইমুহূর্তে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে রোদের খুব একটা তেজ বেশি না থাকলেও আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম রয়েছে বেশ। মাঝে মধ্যে আকাশে দেখা যাচ্ছে আংশিক মেঘ। জানা গিয়েছে আজও বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণের বাকি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। যার জেরে পারদও কমবে কিছুটা।
আরও পড়ুন: বিপাকে মদন মিত্র সহ একাধিক অফিসার! রুল জারি কলকাতা হাইকোর্টের, কারণ কী?
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজ অর্থাৎ শুক্রবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। যদিও সব জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |