শ্বেতা মিত্র, কলকাতাঃ আগামী কয়েক দিনের জন্য আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এখন রাজ্য জুড়ে নতুন ঋতুর আগমন বার্তা। কমতে শুরু করেছে রোদের তেজ। সকালেও খুব বেশি গরম অনুভূত হচ্ছে। আর কয়েক দিন পরেই হয়তো পড়বে শীত। আজ আবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। আর আজ শনিবার ও আগামী দিন রাজ্যের বিভিন্ন প্রান্তের আবহাওয়া কেমন থাকতে চলেছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতার হাওয়া অফিসের আগাম আভাস অনুযায়ী রাজ্যের সর্বত্র মনোরম আবহাওয়া বিরাজ করবে। আজ ও কাল দু’দিন আকাশ পরিস্কার থাকার সম্ভাবনা বেশি। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। আর বৃষ্টি হলেও দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি। দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। খুব সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার আবহাওয়া বদলাবে, হবে বৃষ্টিও। দার্জিলিং-এ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকবে।
আগামীকালের আবহাওয়া
জারি হওয়া ওয়েদার বুলেটিন অনুযায়ী, রবিবার ও আগামী কয়েকদিন পর থেকে আকাশে মেঘের আনাগোনা শুরু হতে পারে। কলকাতা, দমদম, রাজারহাট সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশে মেঘের যাতায়াত বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। আগামী দিন দুই পর, দক্ষিণবঙ্গের দুই জেলা- পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। জোড়াল বৃষ্টির কথা বলা না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কয়েক দিন পর পাহাড়েও ফের বৃষ্টির সম্ভাবনা। মেঘে ঢাকতে পারে দার্জিলিং ও কালিম্পং, হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।