এবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published on:

south bengal rain

শ্বেতা মিত্র, কলকাতা: ঘন ঘন যেন মুড সুইঙ্গ হচ্ছে বাংলার আবহাওয়ার (Weather) কখনো গরম তো আবার কখনো ঠান্ডা। আবার বেলা বাড়তেই চড়া রোদে বাড়ি থেকে বেরোনো দায়ে হয়ে পড়ছে সকলের জন্য। তবে এবার চমকের আরও বাকি রয়েছে। কারণ এবার বাংলা তাক করে ধেয়ে আসছে বিরাট দুর্যোগ। ঝড়, বৃষ্টি কাঁপাতে আসছে বাংলাকে। এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এরই মাঝে আজ শনিবার থেকে ফের নিম্নমুখী হয়েছে তাপমাত্রা। আপাতত কয়েকদিন এরকম শীতের আমেজ থাকবে বলে খবর। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। আজ কুয়াশা থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ঠান্ডা থাকবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গাতেই শীত বহাল থাকছে। দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে শীত যথেষ্ট লক্ষ্য করা যাবে। তীব্র শীত থাকবে কিছু কিছু জায়গায়।বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। এই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও-কোথাও ২০০ মিটারেরও নীচে থাকার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পূর্বাভাস

আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ অবধি দক্ষিণা হওয়া বৃদ্ধি পাওয়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সমগ্র জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই ভাবছেন কবে বৃষ্টি হবে? হাওয়া অফিস জানাচ্ছে, ১৯ থেকে ২২শে ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে এই বৃষ্টিপাত খুবই ক্ষণস্থায়ী প্রকৃতির হবে এবং কোথাও কোথাও এটি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group