ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ! আজকের আবহাওয়া

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: স্বস্তির দিন শেষ, ফের একবার বাড়তে চলেছে বাংলার তাপমাত্রা। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলির তাপমাত্রা মনোরম থাকলেও দক্ষিণবঙ্গের মানুষের কালঘাম বেরোনোর দিন আসতে চলেছে। হাওয়া অফিস বলছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কমবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। যাইহোক, চলুন জেনে নেওয়া যাক আজ বুধবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ থেকে বদলাতে চলেছে আবহাওয়া। বাড়বে পারদ। যদিও আজ দক্ষিণবঙ্গের তিন জেলা যেমন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যদিও এরপর থেকে ক্রমেই গরম বাড়বে কলকাতা সহ সমগ্র বাংলার। তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৫-৩৮ ডিগ্রির ঘরে। ফলে বেলার দিকে বাইরে বেরোনোর আগে সাবধানতা অবলম্বন করা জরুরি।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার থেকেই আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সার্বিক ভাবে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর ৩১ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর ২৮ মার্চ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। তারপর আবার শুকনো খটখটে আবহাওয়া থাকবে সেখানে। পারদ চড়বে অনেকটাই।

আগামীকালের আবহাওয়া

বুধবার উত্তরবঙ্গ হোক কিংবা কলকাতা সহ দক্ষিণবঙ্গ, কোথাও কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই। এখন পারদ শুধুই উর্দ্ধমুখী থাকবে। ফলে বাড়ি থেকে বেরোনোর সময় পর্যাপ্ত জল ও ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group