শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে মিলতে চলেছে সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন বাংলার মানুষ। অবশেষে বৃষ্টির মুখ দেখতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। আজ সোমবার থেকে বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা চোখে পড়ার মতো। গরম রয়েছে কিন্তু সেই গুমোট ভাবটা যেন কর্পূরের মতো উবে গিয়েছে। এদিকে এপ্রিল মাসের প্রথম দিকেই দুর্যোগের মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। নামবে স্বস্তির বৃষ্টি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস (Weather) সূত্রে খবর, বঙ্গোপাসাগরে নতুন করে এক সিস্টেমের সৃষ্টি হতে চলেছে। আর যার ভালোরকম প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ৪ এপ্রিলের পর থেকে বাংলার নামবে স্বস্তির বৃষ্টি। ফলে রোদ হোক কিংবা বৃষ্টি, ছাতা সঙ্গে রাখা কিন্তু আবশ্যক। এদিকে আগামী দুই দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ভূমিভাগে ঢুকবে আজ সোমবার থেকে। তাই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আঞ্চলিক ভাবে বৃষ্টি হতে পারে এইসব জেলায়। ৪ এপ্রিল থেকে পশ্চিমের কয়েকটি জেলা পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পরের দিন অর্থাৎ ৫ এপ্রিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের তোরজোড় রাজ্য সরকারের
আজকের আবহাওয়া
এদিকে আজকের আবহাওয়া সম্পর্কে যদি ধরা যায়, তাহলে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এখন প্রশ্ন উঠছে, কবে তাপমাত্রা কমবে? ৪ এপ্রিলের পরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |