তাপমাত্রা কমলেও আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে রাখুন ছাতা

Published on:

south bengal rain

শ্বেতা মিত্র, কলকাতাঃ বৃষ্টির আশঙ্কার মাঝে হু হু করে কমতে শুরু করছে বাংলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। বাংলার আকাশ বাতাস যেন ইঙ্গিত দিচ্ছে শীত আসন্ন। যদিও আপাতত ঠান্ডার সেভাবে পড়বে না বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। এর কারণ অবশ্যই হলো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এটি আজ রবিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে সমাজ নতুন করে এমন একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার জেরে বানচাল হয়েছে দক্ষিণবঙ্গে শীতের আবহাওয়ার পরিকল্পনা। সেই সঙ্গে আজ রবিবার ১০ নভেম্বর দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আবার সামান্য হলেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন। তাহলে চলুন বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আজ বাংলার বেশ কিছু জেলায় সামান্য হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর। হাওয়া হয়েছে তরফে জারি করা বুলেটিন অনুযায়ী রবিবার হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন কলকাতার আংশিক মেঘলা থাকবে সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্তের কোনওরকম প্রভাব উত্তরবঙ্গে পড়েনি। যে কারণে সেখানে স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা তাপমাত্রার পতন হয়েছে। ঠিকই শুনেছেন। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, আলিপুরদুয়ারে পারদ পতন হয়েছে। সেই সঙ্গে আবার মাঝে মধ্যে বৃষ্টিও হানা দিচ্ছে। জানা গিয়েছে, ছুটির দিন উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং ও কালিম্পং-এর দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এছাড়া উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর এদিন দক্ষিণবঙ্গের মূলত দুই জেলা  পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলে এদিন দার্জিলিং ও কালিম্পং জেলায় সামান্য হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X