নিম্নচাপের সাথে পশ্চিমী ঝঞ্ঝা, ভাসবে দক্ষিণবঙ্গের ৯ জেলা! আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা ক্যালেন্ডারের পাতায় নজর রাখলে দেখা যাবে আজ থেকেই শুরু হচ্ছে পৌষ মাস। কিন্তু পৌষ মাস পড়লেও জাঁকিয়ে শীতের আমেজ নেই। তার অন্যতম কারণ হল নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী দু’দিনে আরও সুস্পষ্ট হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে। অপরদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝাও অবস্থান করছে। এই দুটি ‘সিস্টেম’-র প্রভাবে কয়েকটি জায়গায় ভারী বৃ্ষ্টি হবে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে।

WhatsApp Community Join Now

তবে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলার খুব বড় কোনো দুর্যোগ আসবে না। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। অর্থাৎ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তাই আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া কাঁটায় সেই তাপমাত্রা কিছুটা কমবে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক ও শীতল আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের ন’টি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার এবং রবিবার আবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিও দক্ষিণবঙ্গের মত আগামীকাল মূলত শুষ্ক থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। কিন্তু শুক্রবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। বাকি জেলায় বৃষ্টি হবে না।

সঙ্গে থাকুন ➥
X