Indiahood-nabobarsho

৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, গরম বাড়বে দক্ষিণবঙ্গে! আগামীকালের আবহাওয়া

Published on:

tomorrow's weather

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরু থেকেই মনোরম আবহাওয়ায় বেশ আপ্লুত রাজ্যবাসী। চৈত্রের শুরু থেকেই যে হারে পারদের মান ঊর্ধ্বমুখী (Weather Update) হয়ে গিয়েছিল তাতে সকলেই আশঙ্কায় ভুগছিল যে বৈশাখে হয়তো আরও রেকর্ড গরম পড়বে। তবে সেই আশঙ্কা আপাতত বাস্তবায়িত যে হচ্ছে না সেটা ঢের বুঝতে পারছে রাজ্যবাসী। কারণ চৈত্রের শেষলগ্ন থেকেই রাজ্যে ঝড় বৃষ্টির দাপট বেড়ে গিয়েছে যে এখনও চলছে। তাতেই আবহাওয়া বেশ শীতল হয়ে গিয়েছে এক লহমায়। জানা গিয়েছে আগামী সোমবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। তার উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এর ফলে পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে এই দুর্যোগ পরিস্থিতি আগামী সোমবার থেকে দূর হবে। ধীরে ধীরে তাপমাত্রা আবার ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। জানা গিয়েছে আগামী সপ্তাহেই নাকি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ এর কোঠায় পৌঁছবে। এবং তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সঙ্গে বইবে লু। আগামী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গে ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। পাশাপাশি বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতাও অনেকটা কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে বলে জানিয়েছে। এছাড়াও আগামী সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে ঝড়ের সম্ভাবনা একদমই নেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ মাত্র এক সপ্তাহে ১১,৯৮৬ কোটি টাকার সোনা! কী করতে চাইছে RBI?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবি ও সোমবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে একদিনের মত মাঝারী বৃষ্টি হবে না। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে এমনই আবহাওয়া থাকবে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বইতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group