Indiahood-nabobarsho

সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গে, জলে যাবে সরস্বতী পুজোর আনন্দ? আবহাওয়ার খবর

Published on:

saraswati puja weather

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর গোটা শীতের মরশুম যেন একেবারেই মজাদার কাটছে না শীতপ্রেমীদের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে কুপোকাত হয়ে পড়েছে শীত। মাঝে একবার দু’বার মাথা চারা দিয়ে ঠান্ডা পড়লেও জাঁকিয়ে শীতের মুখই দেখল না রাজ্যবাসী। এই আবহে এবার আবহাওয়া দফতর জানিয়ে দিল যে এবার গুটি গুটি পায়ে বাংলা ছাড়তে শুরু করেছে শীত। জলদি পড়বে গরম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সকাল থেকেই বৃষ্টি

বরাবর মার্চ থেকেই শুরু হয়ে যায় গরমের দাপট। কিন্তু এবার মার্চ তো দূর, ফেব্রুয়ারির শুরুতেই লোটা কম্বল নিয়ে রাজ্য ছাড়তে চলেছে ঠান্ডা। এমন পূর্বাভাস যদিও আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু, ফেব্রুয়ারির প্রথম দিন রাজ্যবাসীর ঘুম ভাঙল বৃষ্টি দিয়ে। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘে ঢেকে গিয়েছে গোটা আকাশ। তার সঙ্গেই দেখা মিলল বৃষ্টির। তার উপর আবার সকাল থেকেই গোটা রাজ্যে চলছে কুয়াশার দাপটও।

আরও পড়ুনঃ বাজেট পেশের আগেই সোনা-রুপোর নতুন দাম জারি, রইল আজকের রেট

আশপাশের সব জেলাতে সকাল থেকেই বেশ ঘন কুয়াশা দেখা গিয়েছে। অবস্থা এতটাই খারাপ ছিল যে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারেরও নিচে নেমে গিয়েছে। কিছু জেলায় তো আবার ৫০-৬০ মিটারে নেমে গিয়েছে। যার ফলে যান চলাচলে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে তাপমাত্রার গ্রাফ বিগত দু’দিন ধরেই উর্ধ্বমুখী। অর্থাৎ আগামীকাল সরস্বতী পুজো যে উষ্ণতায় ভরপুর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। আবহবিদদের অনুমান, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য তাপমাত্রা নামলেও নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মেঘে ঢেকেছে। সকাল থেকেই কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তবে তাপমাত্রা নতুন করে আর নামবে না বলেই আশা করা যাচ্ছে। হালকা শীতের আমেজেরও দেখা নেই। আজ মহানগরের তাপমাত্রা ২২ ডিগ্রি ছুঁয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি। এছাড়াও সকালে ঘন কুয়াশায় ঢেকেছে বেশ কয়েকটি জেলা। তবে বেলা বাড়তেই আকাশে কালো মেঘের পরিমাণ অনেকটাই কমে যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। মোটের উপর আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া একই রকম থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

আরও পড়ুনঃ শীত কী আর ফিরবে? দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পঞ্জিকা মতে রবিবার ও সোমবার সরস্বতী পুজো পড়েছে, কিন্তু সেই দু’দিনও উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group