শ্বেতা মিত্র, কলকাতাঃ দুর্যোগের মেঘ সরে গিয়েছে বাংলার আকাশ থেকে। এবার শীতের আসার পালা। ইতিমধ্যেই বাংলা থেকে বর্ষা, ঘূর্ণিঝড় ডানা বিদায় নিয়েছে। তারপরেও যে কালীপুজো অবধি একদম মেঘমুক্ত আকাশ যে থাকবে সেটাও কিন্তু নয়। বরং কালীপুজো, দীপাবলিতে কলকাতা শহর সহ বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের মতে, আজ মঙ্গলবার থেকে আগামী কালীপুজো অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার নভেম্বর থেকেই বাংলার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত মিলেছে। আপনিও কি আজ মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিনে বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করছেন? তাহলে জেনে নিন আবহাওয়ার আপডেট সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
জানা গিয়েছে, ডানা গেলেও বিক্ষিপ্ত মেঘ বাংলা ও ওড়িশার আকাশে ঘুরে বেরাচ্ছে। আর এর জেরেই আগামী কালীপুজো অবধি দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে একটি বিশেষ বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন অনুযায়ী, আজ সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
বুধবার থেকে বাংলায় আবার বৃষ্টি বাড়বে বলে খবর। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর।
বঙ্গে কবে শীত আসছে?
এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কবে শীতের আগমন ঘটবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমের জেলা এবং উত্তরের জেলাগুলিতে নভেম্বরে দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে শীত আসতে পারে যেখানে কলকাতা শহর ও সংলগ্ন অঞ্চলে শীত নভেম্বরের শেষের দিকে আসতে পারে। মূলত লা নিনা থাকার কারণে এবার শীতের স্থায়িত্ব ও শৈত্যপ্রবাহের স্থায়িত্ব বেশি হতে চলেছে বলেও খবর।