শ্বেতা মিত্র, কলকাতা: টানা বৃষ্টির জেরে বাংলার পারদ বেশ খানিকটা কমেছে। একদম যেন ৯০ ডিগ্রি ঘুরে গিয়েছে। এসি চালানোর বদলে আপাতত মানুষ চাদর মুড়ি দিয়ে শান্তির ঘুমোচ্ছেন। তবে এই সুখ আর স্থায়ী হবে না। কারণ আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুর দিন থেকেই চড়বে পারদ। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। এদিকে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে আবহাওয়ার ধরণে হঠাৎ পরিবর্তনের ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে এসেছে। আজও আবার জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনও বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে তীব্র সতর্কতা। যদিও আজ থেকে ফের একবার উর্ধ্বমুখী হতে চলেছে বাংলার তাপমাত্রা। অর্থাৎ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় চাদর মুড়ি দিয়ে ঘুমানোর দিন শেষ।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে (Weather Today)। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী তিন দিন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে আবহাওয়ার ধরণ পরিবর্তিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, শুষ্ক অবস্থা ফিরে আসবে এবং ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ সোমবার কি কোনো জেলায় বৃষ্টি হবে? উত্তর হল হ্যাঁ। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া? এই বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, পারদ উর্দ্ধমুখী হবে। আজ কোনো জেলাতেই বৃষ্টি হবে না। আকাশ খানিক মেঘলা থাকতে পারে।