নিম্নচাপ শক্তি হারালেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দুর্যোগ কাটিয়ে শেষ হয়েছে পুজো। কিন্তু দশমীর দিন উমার বিদায় বেলায় ফের বৃষ্টির (Weather Update) তাণ্ডব দেখা দিল, যার জেরে গতকাল সকাল থেকেই আকাশের মুখ ভার। জানা গিয়েছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বাদ যাবে না উত্তরবঙ্গ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এমনটাই আপডেট দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর মরশুমে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলেই তা গোপালপুরের কাছে ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে ওড়িশার উপকূলে ঝোড়ো হাওয়ার দাপট বেড়েছে অনেকটাই। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ পৌঁছে গিয়েছিল ৭৫ কিলোমিটার পর্যন্তও। যদিও আজ অর্থাৎ শুক্রবার সকালে ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা কমেছে এবং নিম্নচাপ কিছুটা শক্তি হারিয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশপাশি কলকাতা-সহ বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: কর্তব্যরত অবস্থায় মদ খেয়ে মাতলামি পুলিশ কর্মীর, ভাইরাল শ্রীরামপুরের ইন্সপেক্টরের কীর্তি

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও রবিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি। তারপর থেকে কমবে দুর্যোগ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join