শনিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, উত্তরে শিলাবৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ আবহাওয়া নিয়ে মন খারাপ বঙ্গবাসীর। বছর শেষ হতে চললেও ঠান্ডা আবহাওয়ার নামগন্ধ নেই। উল্টে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য বিরক্ত সাধারণ মানুষ। কবে যে বাংলায় চলতি বছরের নভেম্বর মাসের মতো ফের জাঁকিয়ে শীতটা পড়বে সেই অপেক্ষায় রয়েছেন সকলে। এদিকে আজ শনিবার থেকে ফের একবার আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এমনকি আজ এক জেলায় আবার জেনে নিন আজ বৃষ্টি হবে নাকি ফের চেনা শীত ফিরবে সে সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। বৃষ্টি শীতের মেজাজকে ম্লান করে দিতে পারে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ফের বাড়বে তাপমাত্রা। এক কথায় সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ ডিসেম্বর পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ফলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতার আজকের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গ শুকনো থাকবে। সেখানকার পাঁচ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ২৮ ও ২৯ তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বিশেষ করে কালিম্পঙ জেলার উদ্দেশ্যে আজ শিলাবৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে কালিম্পঙ-এ এখন যে সকল পর্যটক রয়েছেন তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ছুটির দিন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group