প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাসের শুরুতেই জোড়া ঘূর্ণাবর্তের জেরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বেলা বাড়তেই বৃষ্টির পরিমাণও সমান হারে বাড়ছে। রীতিমত বসন্তকাল বর্ষাকালে রূপান্তরিত হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া (Weather Update)।
এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে কিছুদিন পরেই আবার পারদ চড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তারপর নাকি ফের কিছুটা পারদ পতন হবে। একধাক্কায় কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। এদিকে এ কদিন টানা বৃষ্টির ফলে রাজ্যের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষত রবি শস্য ও আলু চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই ওই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আরও পড়ুনঃ আজও বাংলার ১৩ জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি ভালো খেলা দেখাচ্ছে ঠিক তেমনই উত্তরবঙ্গেও একই খেলা দেখাচ্ছে বৃষ্টি। আগামীকাল অর্থাৎ শনিবার দার্জিলিং ও কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। এমনকি সিকিমেও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টিও হবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |