প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিনে ভ্যাপসা গরমে (Weather Update) রীতিমত কাহিল হয়ে পড়েছে রাজ্যবাসী। বৈশাখের প্রথম দিকে তাপমাত্রা খুব বেশি না থাকলেও মাঝ বৈশাখেই একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল তাপমাত্রা। আর এই পরিস্থিতিতে লাগাতার বৃষ্টি আবহাওয়ার পারদ অনেকটাই কমিয়েছে। জেলায়-জেলায় কখনও বয়েছে দমকা বাতাস, কখনও বা হয়েছে শিলাবৃষ্টি।
আজও সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা গড়াতেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝেঁপে নেমেছে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। এইমুহুর্তে দক্ষিণবঙ্গজুড়ে কালবৈশাখীর দাপট চলছে। কারণ দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর-পূর্ব আসামে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় এবং কোমোরিন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, আজকের মতই দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝড়ের দাপটও বজায় থাকবে। ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি হবে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। আগামী শুক্রবারও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে যুদ্ধের আগেই ভয়? কেঁদে ভাসালেন পাক সেনা! ভাইরাল ভিডিও
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি হবে। তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে শুক্রবার আবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |