প্রীতি পোদ্দার, কলকাতা: দিন যত এগোচ্ছে বৈশাখের তীব্র দাবদাহ (Weather Update) কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেন বেড়েই চলেছে। ক্রমশ চড়ছে পারদ। তীব্র গরমে রীতিমত হাঁসফাঁস অবস্থা আম আদমির। বেলা বাড়তেই শহরের রাস্তাঘাটও বেশ শুনসান। বাজারেও ভিড় কম। তার মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এতটাই বেশি যে গলদঘর্ম অবস্থা সবার। আর এইরূপ আবহাওয়ায় রীতিমত তিতিবিরক্ত সকলে।
এদিকে বর্ষার আগমন নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই আগামী ১৩ মে-র মধ্যেই আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে। সাধারণত এই অঞ্চলে বর্ষা ঢোকে ২২ মে, তবে এবার আরও আগে বর্ষা ঢোকায় গোটা দেশের জন্য মঙ্গলের বার্তা দিয়েছে। কিন্তু কেরল এবং বাংলায় কবে বর্ষা ঢুকবে এই নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি দেয়নি হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, সকাল থেকেই ব্যাপক গরম অনুভূত হবে রাজ্য জুড়ে। একাধিক জেলায় চলবে তাপপ্রবাহ। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামীকাল এবং সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এই আবহেই বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আটটি জেলা অর্থাৎ উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী সোমবার ও মঙ্গলবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে গরমের দাপট অত্যাধিক বাড়লেও উত্তরবঙ্গে আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই পাঁচ জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তবে উত্তরবঙ্গের নিচের দিকের এলাকাগুলিতে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবারও মালদহে তাপপ্রবাহ চলবে। গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। এমনকি সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে প্রায় ৩-৪ ডিগ্রি পর্যন্ত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |