সহেলি মিত্র, কলকাতাঃ লাগামছাড়া ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে বাংলার। যদিও ফের একবার তাপমাত্রা উর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাসও জারি করল আলিপুর মৌসম ভবন। তবে আবার বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই ফের একবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে ব্যাপারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ সোমবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের ৫ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন আগামীকাল মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে? তাহলে জানিয়ে রাখি, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে। এদিকে সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
ফের বাড়বে তাপমাত্রা
বাংলাজুড়ে নতুন করে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে চলেছে বলে জানাল আলিপুর। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিনের মধ্যে দিনের সর্বোচ্চ পারদ ৩ থেকে ৫ ডিগ্রি অবধি বাড়তে পারে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে ৪ থেকে ৬ ডিগ্রি অবধি বাড়তে পারে। পরবর্তী ৩ দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।