সহেলি মিত্র, কলকাতাঃ হাতে মাত্র আর কয়েক ঘণ্টা, ব্যস তারপরেই তুমুল ঝড়-বৃষ্টির দাপট শুরু হবে বাংলাজুড়ে। আজ রবিবার ছুটির দিন তো আবার কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। পাঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। তার উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এর ফলে পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে এই সুখ বেশিদিন স্থায়ী হবে না। যাইহোক, আজ রবিবার সারাদিন বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া, হাওড়া, হুগলী, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আশা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও আবার ছুটির দিনে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে মূলত দুই জেলায়। এই দুই জেলা হল কোচবিহার ও জলপাইগুড়ি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে সোমবারের আবহাওয়া? এই বিষয়ে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত সোমবার অবধি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দমকা ঝোড়ো হাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কিছু এলাকায়। এদিকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে দমকা হাওয়াও। এরপর থেকে ক্রমশ বাংলার পারদ চড়বে। বুধবার থেকে বেশি গরম অনুভূত হবে বলে খবর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |