সহেলি মিত্র, কলকাতা: দেশের অধিকাংশ অংশে বর্ষা ঢুকে গেলে দক্ষিণবঙ্গে বর্ষার যেন চিহ্নমাত্র নেই। দক্ষিণবঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেনি। কবে ঢুকবে? সেটাও ভালোভাবে জানাতে পারছেন না আবহাওয়াবিদরা। এদিকে বাংলায় বৃষ্টি তো হচ্ছে কিন্তু মোটেও স্বস্তি ফিরছে না। বরং উলটে হু হু করে বেড়েই চলেছে তাপমাত্রা। এদিকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তার পরের দু’দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পর আবার ধীরে ধীরে নামবে পারদ। তাপমাত্রার এহেন ওঠানামার মাঝেই আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই বাংলার বেশ কিছু জেলায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। সপ্তাহের শুরুতেই অর্থাৎ আজ সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক এদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙ জেলায়।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক মঙ্গলবারে আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে।