শ্বেতা মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরম অতীত, এবার টানা দুর্যোগের জন্য তৈরি হয়ে যান বাংলার মানুষ। আজ রবিবার থেকে আগামী কয়েকদিন টানা ঝড়-জলে কাঁপতে চলেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ। বর্তমানে দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং আসাম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আর এর জেরে বাংলাজুড়ে দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আপনারও যদি আজ বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ ছুটির দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)। আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার পালা উত্তরবঙ্গের। আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টি হবে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
আগামিকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে আবহাওয়া। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় দুর্যোগের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরী হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টি হবে।