শ্বেতা মিত্র, কলকাতা: আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন, তারপরেই চলে আসবে দোলযাত্রা। কিন্তু এই দোল আসার আগেই সূর্যদেব যেন আগুন বর্ষণ করতে শুরু করে দিয়েছেন। কিছু বছর আগেও যেখানে দোলের সময় হালকা শীত শীত ভাব থাকত। কিন্তু এখন সেসব যেন অতীত। যাইহোক, বিগত কয়েকদিন ধরে ভোরের আবহাওয়া (Weather) মোটের ওপর শীতল থাকলেও একটু বেলা বাড়তেই হাঁসফাঁস করা গরম পড়তে শুরু করে দিয়েছে। এরপর সন্ধেবেলাতেও গরম। হাওয়া অফিসের মতে, বাংলা একদম অফিসিয়ালি গ্রীষ্মকালে পদার্পণ করে গিয়েছে। আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাংলার কিছু জেলায়। আজ মঙ্গলবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানাচ্ছে, সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা, শুষ্ক উত্তুরে হাওয়া বইবে। তবে বেলা বাড়তেই পাল্লা দিয়ে বাড়বে গরমও। আপাতত আজ ও আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া গরম ও আদ্রতায় ভরা থাকবে। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে মনে করা হচ্ছে। এই দোল/হোলির সময় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
দোলের দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে, বেশিরভাগ এলাকায় বৃষ্টি হবে না। সপ্তাহ জুড়ে কলকাতায় রৌদ্রোজ্জ্বল এবং শুষ্ক আবহাওয়া থাকবে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দফতরের তরফে কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
একদিকে যখন পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গে গরম বাড়ছে সেখানে বিপরীতে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং-এ সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহারে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আইএমডি জানিয়েছে, ‘আগামী সপ্তাহে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা শহরে উষ্ণতা বয়ে আনবে। দক্ষিণবঙ্গে, আবহাওয়া শুষ্ক থাকবে, অন্যদিকে উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |