শ্বেতা মিত্র, কলকাতাঃ ঘূর্ণিঝড় ফেঙ্গলের দাপটে বিপর্যস্ত দক্ষিণ ভারত। এদিকে বাংলায় এই ঘূর্ণিঝড়ের দাপট না পড়লেও শীত যেন কর্পূরের মতো উড়ে গিয়েছে। রাস্তায় একটু হাঁটলেই ঘাম ঝরছে অনেকের। মেঘলা রয়েছে আকাশ। এদিকে আইএমডি থেকে শুরু করে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার অর্থাৎ আজ পর্যন্ত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। যাইহোক, আজ কি কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? সেটা জানতে হলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া আজও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ফেঙ্গল বঙ্গোপসাগরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে৷ তবে সবথেকে ভালো খবর হল, ডিসেম্বরের শুরু থেকে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
এদিকে বাংলার বেশ কিছু জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর জানিয়েছে, কুয়াশার কারণে সমস্যা হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার চলুন এক নজরে জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নিন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। মঙ্গলবার থেকে ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। সাইক্লোনের দাপট কাটতে না কাটতেই বাংলার আকাশ নতুন করে পরিষ্কার হতে শুরু করবে। জানা গিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাডা়ও, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও কুয়াশা পড়তে পারে।