শ্বেতা মিত্রঃ সাগরে ফুঁসছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে বাংলাজুড়ে। রেহাই পাবে না দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ। আজ আবার দ্বিতীয়া। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে এদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
সাগরে ফুঁসছে নিম্নচাপ
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আশঙ্কা সত্যি করে দুর্গাপুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে আবারও একটি নিম্নচাপ। শুক্রবার রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। যদুও আজ শনিবারেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আপনারও যদি আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ শনিবার সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। সেইসঙ্গে বইছে ফুরফুরে হাওয়া। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা। এদিকে আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
কমল তাপমাত্রা
হাওয়া অফিসের মতে, টানা বৃষ্টির জেরে স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে গিয়েছে বাংলার তাপমাত্রা। তবে বেশিদিন এই সুখ স্থায়ী হবে না। আবহাওয়াবিদরা মনে করছেন, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে বৃষ্টির পরিমান বেশ কিছুটা কমতে পারে।