প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিলেও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে এখনও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দেখা মিলছে। ইতিমধ্যেই বঙ্গে হেমন্তের আমেজ৷ ভোরের দিকে হালকা শীত শীত ভাব অনুভব করা যায়। কিন্তু বেলা বাড়তেই কড়া রোদের ছ্যাঁকা খেতে হয়। তাই সেক্ষেত্রে এখনই পারদ পতনের সম্ভাবনা নেই ৷ যদিও উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা বাতাস বয়ে আসছে কিন্তু সেটি এখনও জোরাল নয়। তাই ডিসেম্বরের আগে বঙ্গে শীতের আগমনের কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিল আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই কদিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক থাকবে। আজ অর্থাৎ ভূত চতুর্দশীর দিন উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ার দু’-এক জায়গায় আংশিক মেঘের দেখা মিলেছে। যার ফলে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতও হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে। এদিকে রাত পোহালেই কালীপুজো। কালীপুজোতে কেমন যাবে আবহাওয়া সেই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বেলা বাড়তেই আকাশে আংশিক মেঘের দেখা পাওয়া যাবে। আসলে উত্তর অসমে একটি একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে নতুন মাস পড়তে না পড়তেই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। এরপর ধীরে ধীরে কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া দেখা যাবে।