প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে সকাল থেকেই আকাশের আংশিক মেঘলা আকাশ থাকলেও গরমের (Weather Update) দাপট একদমই কমছে না। এদিকে রাতের দিকে কোনও কোনও এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও আবহাওয়া যেই কে সেই। আবার কোনো কোনো জেলায় হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঝড়বৃষ্টির দেখা তেমন পাওয়া যায় না। তবে এবার বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইবে রাজ্য জুড়ে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
গতকালের মত আজও সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। রোদের তেজ কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এতটাই বেশি যে রীতিমত গলদঘর্ম অবস্থা আট থেকে আশির। পশ্চিমাঞ্চলে গরমের পরিমাণ সবচেয়ে বেশি। তবে এই অস্বস্তিকর গরমের মাঝেই বিকেলের দিকে স্বস্তির বৃষ্টি হতে চলেছে রাজ্য জুড়ে। জানা গিয়েছে বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। বইতে পারে ঝোড়ো হাওয়া।
শেষ আপডেট অনুযায়ী আজ বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। তার সঙ্গে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়ের গতি কিছুটা বাড়তে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: শুধু শিক্ষকরাই নন, এবার বিকাশ ভবনে মঞ্চে পড়ুয়ারাও! পাশে থাকার আশ্বাস শুভেন্দুর
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও দুর্যোগের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে উত্তরের উপরের জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও উত্তরের নীচের জেলাগুলি যেমন দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত থাকবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |