প্রীতি পোদ্দার, কলকাতা: বেলা বাড়তেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather Update) হয়েই চলেছে রাজ্য জুড়ে। কয়েকদিন আগে জ্বালাপোড়া গরম থেকে কিছুতেই রেহাই মিলছিল না আট থেকে আশির। আবহাওয়ার শুষ্ক এবং উত্তপ্ত ছিল। তবে এইমুহুর্তে গরমের জ্বালা কমলেও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। আর এই আবহে মে মাসের একেবারে শেষ লগ্নে এসে বড় দুর্যোগের বার্তা দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এইমুহুর্তে আরব সাগরে গভীর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এক নিম্নচাপ অক্ষরেখা। সেটি আবার রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার দিয়ে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত। যার দরুন মে-র শেষ লগ্নে এসে শুরু হয়েছে বৃষ্টিপাত। একনজরে দেখে নেওয়া যাক আগামীকাল দক্ষিণ এবং উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকলের দিকে রোদের তেজ থাকলেও বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে বৃষ্টি সত্ত্বেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে রবিবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না।
আরও পড়ুন: ‘মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে তৃণমূল নেতা! দর্শক ছিল পুলিশ’, রিপোর্ট হাইকোর্ট গঠিত কমিটির
উত্তরবঙ্গের আবহাওয়া
এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের এলাকাগুলির। জানা গিয়েছে আগামীকাল উত্তরবঙ্গের বেশ কিছু অংশে, বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |