প্রীতি পোদ্দার, কলকাতা: আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি (Weather Update) শুরু হয়েছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলাতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে সামনেই বিশ্বকর্মা পুজো। সাধারণত বিশ্বকর্মা পুজো থেকেই বর্ষা বঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে। কিন্তু এইমুহুর্তে বিদায়বেলাতেও খেলা দেখাচ্ছে বৃষ্টি। জানা গিয়েছে আগামি কয়েকদিন এমনই হবে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সম্প্রতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা তেলঙ্গানার দিকে সরে গিয়েছে। তবে এর কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপর। কিন্তু উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শুধু তাই নয় তার সঙ্গে সক্রিয় রয়েছে আরও একটি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে চলেছে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গ আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুধু তাই নয়, কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও তৈরি হয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে আগামী বুধবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নিজেকে নির্দোষ দাবি করে কিছু বলতে চাইছিলেন পার্থ! ধমক দিলেন বিচারপতি
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝির বৃষ্টিপাত বজায় থাকলেও উত্তরবঙ্গে এখনো বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, অতি ভারী বৃষ্টি হতে চলেছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে এই দুই জেলা ছাড়াও, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।