প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের আমেজে বড় বিঘ্ন। কাল থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে। এদিকে ঘূর্ণিঝড় ফেঙ্গল আজই ঘনীভূত হতে চলেছে সাগরে। এরপর তার সরাসরি প্রভাব পড়বে তামিলনাড়ু এবং পদুচেরির কিছু অংশে। ইতিমধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দুই রাজ্যের উপকূল এলাকায়। তাই আগাম সতর্কতা হিসেবে, স্কুল ও কলেজগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে যে বঙ্গোপসাগরের উপর তৈরি অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাবের জন্য ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্তও হতে পারে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতাতে বজ্রপাতের সম্ভাবনা আছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের বুলেটিনে। তবে তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানানো হয়েছে। এরপর ১ ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। তারপর ২ থেকে ৫ ডিসেম্বর দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া ফের শুষ্ক থাকবে। তবে বাদ বাকি কোথাও আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। এদিকে আগামী দু’দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |