প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখীর আমেজে হঠাৎ দেখা প্রাক বর্ষার। চৈত্র জুড়ে গরমের (Weather Update) তীব্র আমেজ বজায় থাকলেও বৈশাখে যেন গরমের অস্বস্তি খুব একটা দেখা পাওয়া যাচ্ছে। আবহাওয়া উত্তপ্ত থাকলেও ঝড়বৃষ্টির জেরে মাঝে মাঝেই স্বস্তি মিলছে। যা সত্যিই আশ্চর্যজনক। যদিও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির আমেজ বজায় থাকবে বলে এমনটাই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আর সেই পূর্বাভাস মে মাসের প্রথম দিনেই মিলে গেল।
হাওয়া অফিস এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত চলছে। যার ফলে বিক্ষিপ্তভাবে দিনভর ঝড়-বৃষ্টি হয়েই চলছে দক্ষিণবঙ্গে। কয়েকদিনের বৃষ্টিতে পারদ পতনে গরমে হালকা ঠান্ডার আমেজ বঙ্গজুড়ে ছড়িয়ে পড়েছে। পূর্বাভাস অনুযায়ী দুপুর থেকে সন্ধ্যায় জেলায় জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি চলছে। গতকালও সকাল থেকেই বঙ্গের আকাশে মেঘের ঘনঘটা দেখা গিয়েছিল৷ যার দরুন দুপুর গড়িয়ে বিকাল হতেই একাধিক জেলায় শুরু হয় ঝড়-বৃষ্টি। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের বিকেলের আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে যে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। তাই আজ অর্থাৎ শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কয়েকটি জেলায় হাওয়ার গতি ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। অন্যদিকে গতকাল সন্ধ্যের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে এসেছিল প্রবল ঝড়-জল। কালবৈশাখীর দাপটে বিভিন্ন জেলায় গাছপালা ভেঙে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়। এই ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নেমেছে।
আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। এ ছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবারও বৃষ্টি হতে পারে। তার পর থেকে মূলত শুকনো আবহাওয়া থাকবে গাঙ্গেয় বঙ্গে। সেই সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুনঃ পাকিস্তানের এক সিদ্ধান্তে ৫০,৩৯,৭১,২৯,৩৬০ কোটির ক্ষতি Air India-র! ভর্তুকির দাবি
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে সোমবার পর্যন্ত। উত্তরের বাকি জেলাগুলিতে শুধু শনিবার এবং রবিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |