প্রীতি পোদ্দার, কলকাতা: আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এই বছর গড়ে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকতে পারে বাংলায়। কলকাতায় ৪৫ ডিগ্রি হওয়ার সম্ভাবনাও প্রবল (Weather Update)। যার ফলে বেশ ভয়ে রয়েছে রাজ্যবাসী। এদিকে বঙ্গে হাওয়া অফিস বর্ষণের ইঙ্গিত দিয়েই চলেছে অনেকদিন ধরেই। কিন্তু সেভাবে কোথাও বৃষ্টির দেখা নেই বাংলায়। আবহাওয়া রীতিমত উষ্ণ থেকে উষ্ণতর হয়েই চলেছে। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় অল্প-বিস্তর বৃষ্টি হলেও গরমে কোনও প্রভাব পড়ছে না। বরং দাবদাহ আরও বাড়ছে। তার উপর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে।
চৈত্র মাস প্রায় শেষের পথে। এদিকে চৈত্রের শেষলগ্নে এসেও দাবদাহে জ্বলছে গোটা বাংলা। এদিকে কালবৈশাখী নিয়েও কোনো আপডেট দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে এই আবহে ঘূর্ণাবর্তের ইঙ্গিত দিল হাওয়া অফিস। এইমুহুর্তে বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর ক্রমেই শক্তি কমবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। যার প্রভাব এবার বাংলায় পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক বিকেলে কেমন থাকবে আজকের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিমী জেলা যেমন পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ভাসতে পারে বৃষ্টিতে। জানা গিয়েছে আজ বিকেল থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে। ন’টি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।
আরও পড়ুনঃ বিরাট সড়ক দুর্ঘটনা, কোনোক্রমে প্রাণে বাঁচলেন ২ ইস্টবেঙ্গল তারকা
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আরও বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সেখানেও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিকে ভাসতে পারে অধিকাংশ জেলাই। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |