বিকেলেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, ৫০-৬০ কিমিতে ঝড়! ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার খবর

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহূর্তে বঙ্গে তাপপ্রবাহের (Weather Update) পরিস্থিতি না থাকলেও রাজ্য জুড়ে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে সকলে। এদিকে বিকেল হলেই দুই ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মুহূর্তেই বদলে যাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে উত্তর বাংলাদেশ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গতকাল অর্থাৎ বুধরাত বিকেল থেকেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছিল। কিন্তু সন্ধ্যের পর থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। সকালে হালকা গরম থাকলেও গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় প্রায় মধ্যরাত পর্যন্ত বৃষ্টি চলে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। তাতেই অনেকটা কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টি চলবে উত্তরেও।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

সকাল থেকেই রোদের দেখা মিললেও তীব্র দাবদাহের সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভ্যাপসা গরমের প্রকট দেখা যাবে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাকি জেলাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এছড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। কোথাও কোথাও আবার বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ২৫ মে থাকছে চমক! এদের বড় উপহার দিল কলকাতা মেট্রো

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণ বঙ্গের মতো উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিতে সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সর্তকতা রয়েছে বাকি জেলাগুলিতেও। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে। সাধারণভাবে আন্দামান-নিকোবর হয়ে বর্ষা ঢোকে কেরলে, তারপরই আসে উত্তরবঙ্গে। কিন্তু এবছর বর্ষা আন্দামান-নিকোবরে আগেভাগে এসে পড়ায় আশা করা যাচ্ছে পরিস্থিতি অনুকূল থাকলে উত্তরবঙ্গেও আগে ঢুকবে বর্ষা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group