সহেলি মিত্র, কলকাতা: কালীপুজো, দিওয়ালি মিটতে না মিটতেই ফের বৃষ্টির ভ্রূকুটি বাংলায়। নতুন করে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায় (Weather Forecast)। আসলে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পণ্ডিচেরীর পূর্বে ঘনীভূত হচ্ছে সুষ্পষ্ট নিম্নচাপ, যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারত ও ভারতের পূর্ব উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বাংলায় এর প্রভাব পড়বে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। তবে তেড়ে বৃষ্টি যে হবে সেটা বুলেটিন জারি করে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এখন নিশ্চয়ই ভাবছেন কবে এবং কোথায় কোথায় বৃষ্টি নামবে? চলুন জেনে নেবেন।
ফের বাংলায় বৃষ্টির ভ্রূকুটি
দুর্গাপুজোর পর বাংলার তাপমাত্রা বেশ খানিকটা কমতে শুরু করেছিল। তবে কালীপুজো থেকে ফের উর্দ্ধমুখী বাংলার পারদ। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। তবে আর চিন্তা নেই, কারণ ফের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর। মূলত শুক্রবার থেকেই বাংলার আবহাওয়ার বদল ঘটবে। কালো মেঘের আড়ালে ঢেকে যাবে আকাশ।
আরও পড়ুনঃ দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন না রোহিত? ম্যাচের আগে অখুশি হিটম্যান!
শুক্রবার ২৪ অক্টোবর উপকূলের এবং লাগোয়া জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী,উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার অবধি এই বৃষ্টির দাপট থাকবে বলে খবর। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়
শীত কবে আসবে?
এখন সকলের মুখে একটাই প্রসঙ্গ, কবে শীত পড়বে বাংলায়? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে এই মাসের শেষ থেকে নভেম্বরে প্রথম সপ্তাহ পর্যন্ত একের পর এক নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে কিন্তু আপাতত কোনওরকম শীতের আমেজ মিলবে না দিনের বেলা এবং রাতের বেলা কিছুটা গরম অনুভূত হবে। এই নিম্নচাপ কেটে গেলে ফের ধীরে ধীরে শীত আসবে। অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় শীতের দেখা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।