শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোয় তেড়ে বৃষ্টি! আবহাওয়ার আপডেট

Published:

weather update
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষা সেই কবেই বাংলা তথা সমগ্র ভারত থেকে পাততাড়ি গুটিয়েছে। এখন আকাশ বাতাস জানান দিচ্ছে শীত আসন্ন। তবে আপনি যদি ভেবে থাকেন বৃষ্টির হাত থেকে মুক্তি মিলল, তাহলে ভুল ভাবছেন। আজ শুক্রবার তো এমনিতেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়ার নতুন খেলা (Weather Update) শুরু হবে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গেও। আগামীকাল আবার রয়েছে ছটপুজো।

ছটপুজোয় বৃষ্টির সম্ভাবনা বাংলায়

ইতিমধ্যে সাধারণ মানুষ ছটপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। আগামীকাল শনিবার আবার রয়েছে ছটপুজো। তবে সকলের এই আনন্দ মাটি করতে আসরে নামতে পারে নাছোড়বান্দা বৃষ্টি। জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়েছে, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে ভোরের দিকে এবং সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা থাকবে।

শনি, রবি এবং সোমবার টানা তিনদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জগদ্ধাত্রী পুজোর দিনেও দুই বাংলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

আসলে যত সময় এগোচ্ছে ততই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময় সীমার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join