শক্তি বাড়িয়েই চলেছে নিম্নচাপ! শুক্রে দক্ষিণবঙ্গে দেখাবে তাণ্ডব, আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Weather Update)। সময় যত এগোচ্ছে ধীরে ধীরে সুস্পষ্ট হচ্ছে সেই নিম্নচাপ। এরই পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও খানিকটা এগিয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন ঝেঁপে ঝড়-জলের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিলোত্তমা মহানগরীতেও। যার দরুন আবহাওয়া এখন অনেকটাই শান্ত। কিন্তু ভ্যাপসা গরমের জ্বালা এখনই কমছে না।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ আজ আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে আজ বিকেলেই। এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। এছাড়াও এই সিস্টেমটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। যার ফলে রাজ্যে একের পর এক বৃষ্টি দুর্যোগ তৈরি হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে সকাল থেকেই ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। এছাড়াও বাকি জেলাগুলোতেও ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুধু নয় তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তীব্র মানসিক চাপের মাঝেই ভয়ংকর পরিণতি! ব্রেন স্ট্রোকে মৃত্যু চাকরিহারা শিক্ষকের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গেও দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে উত্তরবঙ্গ নিয়ে একটু বেশি চিন্তিত আবহাওয়া দফতর। এদিকে ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কাওকরা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাছাড়া নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। উত্তরবঙ্গের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥