শ্বেতা মিত্র, কলকাতাঃ শনিবার সকাল সকাল ফের একবার মেঘলা আকাশ দেখেই ঘুম ভাঙল শহরবাসীর। শুধু শহরবাসী বললে ভুল হবে বিভিন্ন জেলার মানুষের মেঘলা আকাশ দেখেই আজ রীতিমতো ঘুমটা ভেঙেছে। কয়েকদিন ধরে নিম্নচাপের যে টানা বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। বেশ কিছু জায়গায় জলমগ্নতা দেখা গিয়েছে। শুধু তাই নয় বাংলার বহু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। তবে এখানেই কিন্তু শেষ নয়, আজ শনিবার থেকে শুরু করে ফের একবার আগামি কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হলো আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দাপট হয়তো কম থাকবে কিন্তু বৃষ্টি হবে বলে সাফ সাফ জানিয়ে দেওয়া হল আলিপুর আবহাওয়া অফিসের তরফে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের উপর হালকা কিংবা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ভারী বৃষ্টির ব্যাটিং আপাতত চলবে উত্তরবঙ্গে জেলাগুলিতে। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। অন্যদিকে তিস্তা নদীও ফুঁসছে। ফলে বিভিন্ন জায়গায় লাল সতর্কতাও জারি করা হয়েছে প্রশাসনের তরফে। যদিও আজ শনিবার সারাদিন দুই বঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা জানতে যদি আপনিও আগ্রহী হয়ে থাকেন তাহলে ঝটপট চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
জানা গিয়েছে আজ থেকে ক্রমাগত বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কমতে শুরু করবে। যদিও বিক্ষিপ্ত কিংবা হালকা বৃষ্টি আপাতত চলবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। তবে এখনই মন খারাপ করার কিছু নেই, কারণ হাওয়া অফিসের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছেন, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এমন জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। সেইসঙ্গে পাহাড়ি জায়গাগুলিতে ধসের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |