সহেলি মিত্র, কলকাতাঃ স্বস্তির দিন শেষ, বৈশাখের শেষে যেন জানান দিয়ে যাচ্ছে গরম। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। এদিকে গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কবে এই পারদ কমবে বা বৃষ্টি হবে, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী দুদিনে বাংলার পারদ ২ থেকে ৩ ডিগ্রি অবধি বৃদ্ধি পাবে। তারপর ৪ দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। যদিও আজ কিছু জেলায় স্বস্তির বৃষ্টি নামবে। তাও কিনা সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে ব্যাপারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। শনিবার জেলায় জেলায় জারি করা হয়েছে চরম তাপপ্রবাহের সতর্কতা। এদিন তাপপ্রবাহের জন্য বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এনং পশ্চিম মেদিনীপুর জেলায়।
বাকি জেলা যেমন মুর্শিদাবাদ, নদীয়া, কলকাতা, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হুগলী জেলায় উষ্ণ এবং ঘর্মাক্ত গরম থাকবে। অস্বস্তিসূচক থাকবে চরমে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে গরম থাকলে উত্তরবঙ্গের আবার পাহাড়ি জেলাগুলিতে আজ তেড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তায় কিনা বজ্রবিদ্যুৎ সহ। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি তিন জেলা যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক রবিবার অর্থাৎ ছুটির দিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। এদিন রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা তো রয়েইছেই, সেইসঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ছুটির দিনে এদিন তাপপ্রবাহ ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতে গরম সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
এদিন আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ফলে রোদ হোক বা বৃষ্টি, ছাতা কিন্তু সঙ্গে রাখা মাস্ট।