কিছুক্ষণেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়ের দাপট

Published on:

south bengal weather

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদ বৃষ্টির (Weather Update) এক মিশ্র আবহাওয়া তৈরি হয়েছে। কখনও তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর তো কখনো আবার বিকেলের দিকে ঝড় বৃষ্টির আগমনে ক্ষণিকের স্বস্তি মিলছে রাজ্য জুড়ে। তবে বর্তমানে পাঞ্জাব থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপের কারণে রাজ্যে ঝড় বৃষ্টির আবহ তৈরী হয়েছে। আজ বিকেলেও ঝড় বৃষ্টির বড় আপডেট তুলে ধরেছে আলিপুর আবহাওয়া দফতর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এমনকি সকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির মেজাজও দেখা গিয়েছিল। রোদের তেজ খুব একটা প্রখর না থাকায় তীব্র গরমের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এদিকে আজ বিকেলে দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম , পুরুলিয়া, ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস বেশি থাকবে বলে জানা গিয়েছে।

তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এই বজ্রপাতের তীব্রতা আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: কেন্দ্রের প্রতিনিধি দলে ইউসুফের বদলে থাকবেন অভিষেক! দিল্লিকে স্পষ্ট বার্তা মমতার

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। মোট ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যার মধ্যে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাও রয়েছে। এছাড়াও কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। কোনো কোনো জেলায় আবার ৬০ থেকে ৭০ কিলোমিটার গতি বেগে তীব্র ঝড়ের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আট জেলাতেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group