ভরা শীতের মাঝেই বাংলার ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published on:

south bengal rain winter weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ ভরা শীতের মাঝেই নতুন করে বাংলাজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার নতুন করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। এমনিতে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে শুরু করেছিল বাংলায়। তবে সব আনন্দে জল ফেলে দিল ওয়েদার সিস্টেম। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যাইহোক, চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ১ ডিসেম্বরও তাই হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন ঘন কুয়াশা ও ঠান্ডার দাপট থাকবে দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আলিপুর জানিয়েছে, আজ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

আগামীকালের আবহাওয়া

রবিবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। আবহাওয়া দফতরের অধিকারিকরা জানিয়েছেন, ওয়েদার সিস্টেম খুবই হালকাভাবে উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকতে থাকা ঠান্ডা বাতাসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ঘূর্ণিঝড় কোনভাবেই বাংলার উপরে বড় কোনো প্রভাব ফেলবে না বলে আবহাওয়াবিদরা প্রথম থেকেই আশ্বাস দিয়েছেন।

যদিও ভারতের দক্ষিণে দক্ষিণ পূর্ব উপকূলে নিম্নচাপের বাধা তৈরি হবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই রাতে তাপমাত্রা বেড়েছে আগামী দুই থেকে তিন দিন এই তাপমাত্রা এরকমই থাকবে। এরপর ২ থেকে ৩ দিন পর ডিসেম্বর মাস থেকে ফের একবার কমতে শুরু করবে তাপমাত্রা।

সঙ্গে থাকুন ➥
X