Indiahood-nabobarsho

বিকেলে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ঝড়, বৃষ্টি! তাপমাত্রা বৃদ্ধির দিনও জানাল আবহাওয়া দফতর

Published on:

weather rain

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি (Weather Update) দুর্যোগ লেগেই রয়েছে রাজ্য জুড়ে। বৈশাখের মাঝে এসেও খুব বেশি গরম অনুভূত হচ্ছে না। যদিও এই আবহাওয়ার অন্যতম কারণ হল ঘূর্ণাবর্ত। আর সেই আবহেই জেলায় জেলায় দেখা মিলছে বৃষ্টির। যার জেরে সকালের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও, রাতের দিকে আবারও তাপমাত্রা নিম্নমুখী থাকছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এই মুহূর্তে গুজরাত উপকূল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়াও একটি অক্ষরেখা বাংলা থেকে ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার ফলে এখনও কিছু কিছু জায়গায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেটাও বেশিদিন স্থায়ী থাকবে না। কারণ এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রার মান আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের বিকেলের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় তার সঙ্গে রাজ্য জুড়ে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আজ বিকেলের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। তবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো কিছু জেলায় হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই শুকনো আবহাওয়ার সম্ভাবনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ মে থেকে লাফিয়ে লাফিয়ে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতে অবস্থা আরও খারাপ হতে চলেছে। সেখানে ৪০-৪১ ডিগ্রি পৌঁছে যাবে পারদ। অন্যদিকে উপকূলের তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৩৮ ডিগ্রির গন্ডি। তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার মতো অঞ্চলগুলিতে।

আরও পড়ুনঃ ভারতীয় ফুটবলের কালো দিন! ঐতিহ্যের তকমা হারাল ইস্টবেঙ্গল, মোহনবাগান

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেলের উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুধু বৃষ্টি নয় তার সঙ্গে আগামীকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ সব জেলায় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু বুধবার থেকে আবার শুকনো আবহাওয়া ফিরবে উত্তরবঙ্গে। তখন তাপমাত্রা অনেকটাই বাড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group