শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন করে বাংলার আবহাওয়া বদলের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আর বড়দিনের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ দার্জিলিং-এ এবার তুষারপাতের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। জানা গিয়েছে, ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয় হচ্ছে। যে কারণে দার্জিলিং থেকে শুরু করে সিকিম লাগোয়া এলাকার আবহাওয়া খারাপ হতে থাকবে। জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাব রয়েছে। আজ শুক্রবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের হাওয়া বদল হবে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কেটে গিয়েছে। আবহাওয়াবিদরা মনে করছে, এবার পারদ পতনে আর কোনও বাধা নেই। ফলে আগামী দিনে হাড় কাঁপানো ঠান্ডার সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ। আজ সকাল থেকেই জেলায় জেলায় বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ঠান্ডার দাপট চলবে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৯ ডিসেম্বর উত্তর দিনাজপুর, মালদার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। ৮ ডিসেম্বর তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঘুম, টাইগার হিল, সান্দাকফু, ডাউহিল সহ দার্জিলিং লাগোয়া এলাকায়।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে। শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৯ ডিসেম্বর উত্তর দিনাজপুর, মালদার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঠান্ডা বাড়বে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |