শ্বেতা মিত্র, কলকাতাঃ শীত (Winter) এসেও যেন আসতে পারছে না বাংলায়। এক কথায় বাংলার দুয়ারে শীত এসে হাজির হলেও নাছোড়বান্দা নিম্নচাপের জেরে জাঁকিয়ে শীত পড়তে পারছে না বাংলায়। বাংলায় ছিটেফোঁটা হলেও দেশের অন্যান্য ভাগে এখনো অবধি ঝেঁপে বৃষ্টি হচ্ছে। এদিকে বাংলায় আপাতত আগামী ৪-৫ দিন বাংলার তাপমাত্রার তেমন কিছু হেরফের হবে না বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই বদলে যাবে বাংলার আবহাওয়া। আপনিও যদি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে জেনে নিন সারাটা দিন আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এদিন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে এদিন বৃষ্টি হবে। সেইসঙ্গে কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশপাশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জেলার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি পাঁচটি জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।
আগামীকালের আবহাওয়া
এরপর বুধবারেও একই পরিস্থিতি থাকবে। এরপর বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না।
তৈরী নিম্নচাপ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। এছাড়া আরও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশে। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পারদ পতন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। আপাতত কুয়াশারও তেমন কোনও দাপট থাকবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |