শীতের দিন শেষ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের চড়বে পারব! আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ সাময়িক স্বস্তি দিয়ে ফের একবার বাড়তে চলেছে বাংলার তাপমাত্রা। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষ করে কলকাতার পারদ এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার ছুটির দিন থেকে ফের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি হতে চলেছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হতে চলেছে। এই ঝঞ্ঝার কারণে ফের একবার বাধা পেতে চলেছে উত্তুরে হাওয়া। যাইহোক, আজ বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি অবধি বাড়তে পারে। যদিও তারপর এক লহমায় পারদ ২ ডিগ্রি অবধি কমে যাবে। যারফলে ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়বে। যাইহোক, আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশা থাকতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদীয়া জেলায়। যদিও আজ সবথেকে বেশি ঠান্ডা থাকবে পুরুলিয়া, আসানসোল, শান্তিনিকেতনে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। ছুটির দিনে সবথেকে বেশি ঠান্ডা থাকতে চলেছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। পারদ থাকবে ৬ এবং ৯ ডিগ্রির ঘরে। এদিকে ঘন কুয়াশা হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

আগামীকালের আবহাওয়া

মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে সোমবারেও উর্ধ্বমুখী থাকবে পারদ। কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ নদীয়া এই পাঁচ জেলাতে। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।

সঙ্গে থাকুন ➥
X