সহেলি মিত্র, কলকাতা: ঠান্ডা আবহাওয়া অতীত, ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে বাংলাজুড়ে। আজ শুক্রবার বাংলার বড় অংশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর। আজ শুক্রবার থেকে আগামী ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে খবর। যদিও ১২ মে মুর্শিদাবাদ, নদীয়া, ২৪ পরগনা এবং দুটি মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৮ মে থেকে ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের গাঙ্গেয় অংশের কিছু জেলায় আর্দ্রতা এবং অস্বস্তিকর গরম পরিস্থিতি দেখা দেবে। অন্যদিকে আইএমডি আবার দেশে সময়ের আগেই বর্ষার আগমন ঘটতে পারে বলে আভাস দিয়েছে। যাইহোক, আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া (Weather Today) কেমন থাকবে জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম জেলায় গরমের দাপট থাকবে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে তাপদাহ থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। জানা গিয়েছে, এদিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আরও বৃষ্টিপাত হবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১২ মে অবধি অব্যাহত থাকবে বৃষ্টিপাত।
আগামীকালের আবহাওয়া
শনিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? আলিপুর জানিয়েছে, ১০ মে উত্তরের মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়ও তাপপ্রবাহের পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি, কলকাতা এবং মেদিনীপুরে অত্যন্ত অস্বস্তিকর গরম আবহাওয়া অব্যাহত থাকবে। এরপর রবিবার উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |