শ্বেতা মিত্র, কলকাতা: বাংলাজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া অফিস। ইতিমধ্যেই টানা বৃষ্টিপাত, কালবৈশাখীর দাপটে গরমের দাপট কমেছে বাংলায়। সাময়িক রেহাই পেয়েছেন বাংলার মানুষজন। আজ শনিবারও বাংলাজুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি। আজ আবার ৮ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। যাইহোক, চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন কেমন থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। এই জেলাগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা।বইবে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায়। জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে সেইসঙ্গে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া
রেহাই পাবে না উত্তরবঙ্গে জেলাগুলিও। বৃষ্টির জন্য এদিন হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায়। শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায়।
আগামীকালের আবহাওয়া
রবিবার অর্থাৎ ছুটির দিনও সমগ্র বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায়। এছাড়া বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।