নিম্নচাপ অক্ষরেখার জের, দক্ষিণবঙ্গের ৬ জেলায় আজ তেড়ে বৃষ্টি, আবহাওয়ার খবর

Published on:

south bengal weather rain nimnochap bristi

শ্বেতা মিত্র, কলকাতাঃ সকাল হোক কিংবা সন্ধে, হালকা কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে বাংলার একাংশ। সেইসঙ্গে আবার রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। সব মিলিয়ে বাংলায় শীত আসবে আসবে করেও যেন আসতে পারছে না। এদিকে শীত নিয়ে অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। আজ মঙ্গলবার নতুন করে বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে। নতুন করে নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিয়েছে বাংলায়। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেনে নিন আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ সকাল থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। ইতিমধ্যে কালো মেঘের আড়ালে মুখ ঢেকেছে আকাশ। এদিকে আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আজ মঙ্গলবার আপনারও যদি উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে জেনে নিন সেখানকার আবহাওয়ার হাল হকিকত। হাওয়া অফিসের বুলেটিন বলছে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নিন বুধবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। জানা গিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়  বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিন উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। বৃষ্টি হলেও হতে পারে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥