শ্বেতা মিত্র, কলকাতা: শীত হোক বা না হোক, পশ্চিমী ঝঞ্ঝা যেন বাংলা তথা দেশের পিছুই ছাড়তে চাইছে না। যে কারণে আবহাওয়ার দফারফা হয়ে রয়েছে সর্বত্রই। ভোরের দিকে শীত ও কুয়াশার দাপট, তারপর বেলা বাড়তেই রোডের দাপট কার্যত নেওয়া যাচ্ছে না। যাইহোক, এসবের মাঝেই আবার বছরের প্রথম বৃষ্টিপাত হতে চলেছে কলকাতা তথা বাংলার বেশ কিছু জেলায়। আজ মঙ্গলবার থেকেই বদলাতে শুরু করবে বাংলার আবহাওয়া। সকাল থেকে শীত, কুয়াশার দাপট তো রয়েছে। আজ আবার বাংলার তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। তবে বেলা বাড়লে এই কুয়াশা কিংবা হালকা ঠান্ডা ভাব কেটে যাবে বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন। ঘন কুয়াশার দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কাল দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা বেশি।
সেইসঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে ও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। তবে আবহাওয়ার আসল খেলা শুরু হবে বুধবার থেকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাকে বলে তা ফের নতুন করে এদিন টের পাবেন বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলা হল দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। মূলত ঘন কুয়াশার দাপতের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়ার খেলা কাকে বলে তা বুধবার থেকে দেখতে পাবেন বাংলার মানুষ। এদিন দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও এদিন দুর্যোগমুক্ত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অব্যাহত থাকবে ঠান্ডা ও কুয়াশা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |