শ্বেতা মিত্র, কলকাতা: শীত যেন আচমকায় উবে গিয়েছে বাংলা থেকে। সকালের দিকে শীতল আবহাওয়া থাকলেও বেলা যত গড়াচ্ছে ততই যেন পাল্লা দিয়ে ঘামতে শুরু করেছেন মানুষ। তবে ঠান্ডা না পড়া নিয়ে হা হুতাশ করার কিছু নেই। কারণ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের দাপট কিছুটা বাড়বে। আগামী কয়েক ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট কিছুটা বাড়বে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যাইহোক, জেনে নিন আজ শনিবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। মাঝে মধ্যে রোদের দেখাও মিলছে।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত দেখা দিতে পারে। যাইহোক, আগামী ৪৮ ঘণ্টার পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত আবারো বাধা প্রাপ্ত হবে। কিন্তু ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমবে। তারপরে তাপমাত্রা বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানাচ্ছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। এরপর সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলায়। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |